অবৈধ ক্রিকেট বেটিং অ্যাপ প্রচারের অভিযোগে একাধিক তারকার বিরুদ্ধে তেলেঙ্গানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ফণীন্দ্র শর্মা নামে এক ব্যক্তি এ অভিযোগ করেন।
অভিযুক্তদের তালিকায় রয়েছেন:
দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ, বিজয় দেবরাকোন্ডা, রানা দাগ্গুবতী সহ ২৫ জন তারকা। আরও আছেন প্রণীতা, নিধি আগারওয়াল, অনন্যা নাগাল্লা, সিরি হনুমান্থ, বর্ষিণী সৌন্দরাজন, শোভা শেঠি, নেহা পাঠান ও অন্যান্যরা।
অভিযোগের ধারা:
সাইবেরাবাদ থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।