1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ মে ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার বিচার দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে এবং এর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখা। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে তারা এই বিক্ষোভ শুরু করে। নেতারা সালাম ফিরিয়ে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ বলে স্লোগান দেন এবং পরে একটি মিছিল নিয়ে পল্টন মোড়ের দিকে চলে যান।

এদিকে, হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখাও জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম মসজিদের উত্তর পাশে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ করে।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পল্টন মোড়ে মোতায়েন করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান, এপিসি কার ও দুইটি প্রিজন ভ্যান। মসজিদের প্রবেশমুখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেয়, আর নাইটিঙ্গেল মোড়ে মোতায়েন থাকে বিজিবি সদস্যরা।

নিরাপত্তার অংশ হিসেবে মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের ব্যাগ তল্লাশি করা হয়। সাদা পোশাকধারী পুলিশসহ মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরাও সতর্ক অবস্থানে ছিলেন।

পূর্বঘোষণা অনুযায়ী, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস আজ জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এ ছাড়া, ছাত্রশিবির ও জামায়াতের সদস্যদেরও মসজিদ এলাকায় উপস্থিত থাকতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট