ফিলিস্তিনের গাজার অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলি হামলায় শিশুসহ আরও ৩৪ জন নিহত হয়েছেন, নিহতের মোট সংখ্যা পৌঁছেছে প্রায় ৪৯,৭৫০-এ।
রোববার (২৩ মার্চ) আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
এছাড়া, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল লেবাননেও হামলা চালিয়েছে, এতে ৭ লেবানিজ নিহত ও ৪০ জন আহত হয়েছেন। এই হামলায় চার মাস আগে হিজবুল্লাহর সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি বিপন্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েল দাবি করেছে, মেটুলা শহরে রকেট হামলার জবাবে তারা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, তবে হিজবুল্লাহ এই দায় অস্বীকার করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৪৯,৭৪৭ জন ফিলিস্তিনি নিহত ও ১,১৩,২১৩ জন আহত হয়েছেন।
অন্যদিকে, আমেরিকা ইয়েমেনের ওপর হামলা অব্যাহত রেখেছে। হোদেইদা বিমানবন্দরে তিনটি ও লোহিত সাগরের আল সালিফ বন্দরে একটি হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।