1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

সেনাপ্রধান: দেশে কোনো জরুরি অবস্থা জারি হয়নি, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। নানা গুজব ছড়ানো হচ্ছে এবং অনেকে ভুল তথ্য ও অপতথ্য ছড়াচ্ছেন, যা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। তাই সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলাতে হবে।

সোমবার (২৪ মার্চ) ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে (অফিসার্স অ্যাড্রেস) তিনি এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে, এ বিষয়ে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এটি একটি নিয়মিত বৈঠক ছিল এবং সেখানে সেনাপ্রধান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

সেনাপ্রধান বলেন, বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে, তা দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে। তিনি সেনা কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী এবং তাদের আত্মত্যাগ দেশ সব সময় স্মরণ করবে।

রমজান মাসে অনেক সেনা সদস্য ক্যাম্পের বাইরে ইফতার করলেও দায়িত্ব পালনে কোনো শিথিলতা আসেনি উল্লেখ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে সেনানিবাসে ফিরে আসাই হবে আমাদের বিজয়।”

সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার ও জনগণ দুজনই জানেন বলে উল্লেখ করে তিনি বলেন, নানা গুজব ছড়ানো হচ্ছে, তবে দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। বিভ্রান্ত না হয়ে পরিস্থিতি ধৈর্যের সঙ্গে সামলাতে হবে। সেনাবাহিনীর সর্বোচ্চ অগ্রাধিকার হলো দেশ ও দেশের জনগণ।

এছাড়া, আসন্ন ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, যদি কোথাও আইনশৃঙ্খলার অবনতি ঘটে, তাহলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি নির্দেশনা দেন, যেকোনো উসকানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া দেখানো যাবে না এবং এমন কিছু করা যাবে না যাতে উসকানিদাতাদের উদ্দেশ্য সফল হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!