সৌদি আরবে আজ শনিবার, ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
রমজান মাসে এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্যাপন করেন। এটি ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসবগুলোর একটি।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে প্রতিটি মাস ২৯ বা ৩০ দিনে সম্পন্ন হয়।
এবার সৌদি আরবে ২৯ রমজানেই শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল ঈদুল ফিতর উদ্যাপিত হবে।