1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

রোমাঞ্চকর ড্রয়ের পর কোপা দেল রে ফাইনালে রিয়াল মাদ্রিদ

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দারুণ এক জয়ে কোপা দেল রে-র ফাইনালে জায়গা করে নিল কার্লো আনচেলত্তির দল রিয়াল মাদ্রিদ। সেমি-ফাইনালের ফিরতি লেগ ৪-৪ গোলে ড্র হওয়ায় একপ্রকার কূল রক্ষা হলো স্পেনের সবচেয়ে সফল দলটির।

স্থানীয় সময় মঙ্গলবার (১ এপ্রিল) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হয় রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদের মধ্যকার উত্তেজনাপূর্ণ এই ম্যাচ।

ম্যাচের ৭১ মিনিট পর্যন্ত স্কোরলাইন সমতায় ছিল রিয়াল মাদ্রিদের। তবে এরপর ডাভিড আলাবার আত্মঘাতী গোলে গোলের উৎসব শুরু হয়। সময়ের সাথে ম্যাচের গতিপথ বদলাতে থাকে—কখনও রিয়াল সোসিয়েদাদ ফাইনালের পথে এগিয়ে যায়, তো কখনও রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত রোমাঞ্চে ঠাসা লড়াইয়ের ১১৫তম মিনিটে সফরকারীদের জালে বল জড়ালে সেটাই হয়ে ওঠে ম্যাচের ভাগ্য নির্ধারক মুহূর্ত।

শ্বাসরুদ্ধকর এই ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেন এন্দ্রিক, জুড বেলিংহ্যাম, অঁহেলিয়া চুয়ামেনি ও আন্টোনিও রুডিগার। অন্যদিকে, রিয়াল সোসিয়েদাদের পক্ষে জোড়া গোল করেন মিকেল ওইয়ারসাবাল এবং একটি গোল করেন আন্দের বারেনেচিয়া।

এদিকে, অন্য সেমিফাইনালে বার্সেলোনা ও আতলেটিকো মাদ্রিদের মধ্যকার ফিরতি লেগ অনুষ্ঠিত হবে বুধবার। প্রথম লেগ ৪-৪ গোলে ড্র হয়েছিল। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট