1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্কারোপ করল কানাডা

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

যুক্তরাষ্ট্রের আমদানিকৃত গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছে কানাডা। শুক্রবার (৪ এপ্রিল) কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী কার্নি জানান, আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির আওতাভুক্ত নয় এমন ২৫ দশমিক ৩ বিলিয়ন ডলার সমমূল্যের গাড়ির ওপর এ শুল্ক আরোপ করা হবে। তবে, গাড়ির যন্ত্রাংশ এ শুল্কের আওতাভুক্ত হবে না, এবং মেক্সিকোর আমদানিও এর বাইরে থাকবে।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যে পদ্ধতিতে আমাদের ওপর শুল্কারোপ করেছে, ঠিক একই পদ্ধতিতে আমরা তাদের থেকে আমদানি করা যানবাহনের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করছি। আমদানিকৃত যন্ত্রাংশের ওপর এর কোনো প্রভাব পড়বে না। এই শুল্কারোপের শেষ দেখতে আমরা লড়াই চালিয়ে যাবো।”

উল্লেখ্য, এর ঠিক একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ১৮৫টি দেশের ওপর নতুন শুল্কারোপ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!