1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

৩০ জুনের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ: পিএসসি চেয়ারম্যান

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।

মঙ্গলবার সকালে পিএসসির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভাইভা ১৭ জুনের মধ্যে শেষ করা হবে। এরপর দ্রুত ফল তৈরির কাজ শুরু হবে এবং ৩০ জুনের মধ্যে ফল প্রকাশ করা হবে।”

তিনি আরও বলেন, “পিএসসি এখন একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ প্রতিষ্ঠান। আমরা সময়ের গুরুত্ব বুঝে দ্রুত কাজ করছি, যেন প্রার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা না করতে হয়।”

পিএসসি চেয়ারম্যান জানান, কমিশনের কার্যক্রমে গতি ও স্বচ্ছতা আগের তুলনায় অনেক বেড়েছে। ফল প্রকাশে সময়সীমা মেনে চলা এবং পরীক্ষার প্রতিটি ধাপে প্রার্থীদের মানসিক চাপ কমাতে কাজ করছে কমিশন। ভবিষ্যতে বিসিএস পরীক্ষার পুরো প্রক্রিয়া আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!