1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

ভারতকে দেওয়া ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের দাবিতে সরকারের প্রতি লিগ্যাল নোটিশ

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ভারতকে দেওয়া ট্রানজিট, ট্রান্সশিপমেন্টসহ সব ধরণের বিশেষ সুবিধা বাতিলের দাবিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজিজুল হক এই লিগ্যাল নোটিশটি পাঠান। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আইনজীবী মোহাম্মদ আজিজুল হক জানান, লিগ্যাল নোটিশ পাওয়ার পরও যদি সরকার ভারতকে দেওয়া ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট সুবিধা এবং অন্যান্য বৈষম্যমূলক চুক্তি বাতিলের উদ্যোগ না নেয়, তাহলে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে।

তিনি বলেন, “ভারত ইতোমধ্যে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। এখন বাংলাদেশের জনগণও চায়, ভারতকে দেওয়া সব ধরণের বিশেষ সুবিধা প্রত্যাহার করা হোক।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!