হজ ভিসার পরিবর্তে ট্রানজিট ও ভিজিট ভিসা ব্যবহার করায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে ৫ শতাধিক মিশরীয় হজযাত্রীকে আটক করেছে দেশটির পুলিশ।
সৌদি পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, বৈধ হজ ভিসা প্রদর্শনে ব্যর্থ হওয়ায় তাদের আটক করা হয়েছে এবং শিগগিরই মিসরে ফেরত পাঠানো হবে।
চলতি বছর ৪ বা ৫ জুন শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। হজ মৌসুমে বাড়তি ভিড় সামাল দিতে সৌদি সরকার এবার কঠোর নিয়ম আরোপ করেছে। শুধুমাত্র বৈধ হজ ভিসাধারীরাই হজ পালন করতে পারবেন বলে জানানো হয়েছে।
ঘটনার পর মিসরের পর্যটন মন্ত্রণালয় সতর্কবার্তায় জানিয়েছে, অনুমোদিত এজেন্সি ছাড়া কারও মাধ্যমে হজে যাওয়ার চেষ্টা না করতে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।