চার মাসের চিকিৎসা ও বিশ্রাম শেষে আগামী সোমবার (৫ মে) দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডনে চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় তাকে দেশে আনা হবে। সফরসঙ্গী থাকছেন তার দুই পুত্রবধূ, চিকিৎসক ও সহকারীরা। পুরো বিষয়টি তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
২০১৮ সালে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দি হন খালেদা জিয়া। পরে শর্তসাপেক্ষে মুক্তি পেলেও বিদেশে চিকিৎসার অনুমতি পাননি। গত ৭ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের অনুমতি নিয়ে তিনি লন্ডনে যান।
দীর্ঘদিন ধরেই তিনি লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। লন্ডনে তার হার্ট ও লিভারে বিশেষ চিকিৎসা করা হয়েছে। বর্তমানে তিনি তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।