1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ মে ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

কর ফাঁকি রোধে রিটার্ন না দেওয়া ব্যক্তিদের টার্গেট করবে এনবিআর: চেয়ারম্যান

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫

যাঁরা আয়কর রিটার্ন জমা দেন না, কর ফাঁকি দেন কিংবা কর অব্যাহতি নেন, তাঁদের বিরুদ্ধে এবার সরাসরি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি জানান, এখন থেকে এ ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে কর কর্মকর্তাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা (টার্গেট) নির্ধারণ করা হবে।

তিনি বলেন, “শুরু থেকেই বিপুল পরিমাণে কর অব্যাহতি দেওয়া হচ্ছে। প্রতিবছর যে পরিমাণ রাজস্ব আদায় করা হয়, প্রায় সমপরিমাণ অর্থ কর অব্যাহতির কারণে হারিয়ে যায়।”

আজ রোববার সকালে, রাজধানীর বনানীর একটি হোটেলে আসন্ন বাজেট, রাজস্ব খাত ও ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান আরও জানান, কর অব্যাহতির অপব্যবহার রোধ করতে এবং নজরদারির আওতা বাড়াতে রাজস্ব আদায় পদ্ধতিতে পরিবর্তন আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট