1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত: ভারত-পাকিস্তান উত্তেজনায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫

ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান সংঘাতময় পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে দ্রুতই অফিসিয়াল ঘোষণা দেওয়া হবে বলে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে।

সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে গত মঙ্গলবার গভীর রাতে ভারত পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে হামলা চালায়। পাল্টা জবাবে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানও হামলা চালায়, যা দুদেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে।

এরই মধ্যে, গতকাল বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত আইপিএল ম্যাচ চলাকালে স্টেডিয়ামের আলো নিভিয়ে রেইড অ্যালার্ট জারি করা হয়। এর ফলে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি বন্ধ করে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট