1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠন

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

সরকার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠন করেছে। সোমবার (১২ মে) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক অনুমোদিত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারির মাধ্যমে এ পরিবর্তন কার্যকর করা হয়।

অধ্যাদেশের মূল বিষয়বস্তু

নতুন অধ্যাদেশে বলা হয়েছে, সরকারের রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ ব্যবস্থাপনা কার্যক্রম পৃথক করা জরুরি। এটি করতে গিয়ে বিদ্যমান এনবিআর কাঠামো ভেঙে দুটি নতুন বিভাগ গঠন করা হয়েছে, যার উদ্দেশ্য হলো স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধি করা। যেহেতু বর্তমানে সংসদ বিলুপ্ত, তাই সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি জরুরি ভিত্তিতে এই অধ্যাদেশ জারি করেছেন।

আন্দোলনের প্রেক্ষাপট

গত ১৭ এপ্রিল উপদেষ্টা পরিষদে এই অধ্যাদেশের খসড়া অনুমোদনের পর থেকেই এনবিআরের আওতাধীন আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এর বিরোধিতা করে আসছিলেন। তারা খসড়াটি বাতিলের দাবিতে সাত দফা সুপারিশ উত্থাপন করেছিলেন। তবে চূড়ান্তভাবে জারি হওয়া অধ্যাদেশে তাদের বেশিরভাগ দাবিই উপেক্ষা করা হয়েছে বলে জানা গেছে।

কর্মকর্তা-কর্মচারীদের প্রতিক্রিয়া

এনবিআরের বিলুপ্তির বিরোধিতা করে ৮ মে বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ) ও ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন (ডিটিবিএ) পৃথক বিবৃতিতে কাঠামোগত সংস্কারের দাবি জানায়। এছাড়া, গত দুই সপ্তাহে আয়কর ও কাস্টমস বিভাগের বিভিন্ন সংগঠন জরুরি সাধারণ সভা (ইজিএম) করে অধ্যাদেশ বাতিলের আহ্বান জানায়।

পরবর্তী পদক্ষেপ

নতুন রাজস্ব নীতি বিভাগ রাজস্ব নীতি প্রণয়ন ও কর কাঠামো নির্ধারণের দায়িত্ব পালন করবে, আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ রাজস্ব আহরণ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে। এই পৃথকীকরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!