মিরপুর থানায় সাগর হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ মে) দুপুর সোয়া ২টার দিকে মমতাজ বেগমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। প্রথমে তাকে হাজতখানায় রাখা হয় এবং পরে বেলা ৩টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে নেওয়া হয়।
মমতাজ বেগমকে আদালতে আনার সময় কিছু বিক্ষুব্ধ আইনজীবী ‘ফাইট্টা যায়, ফাইট্টা যায়’ স্লোগান দিতে থাকেন এবং এক পর্যায়ে তার দিকে তেড়ে যান। তবে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত থাকায় বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। মমতাজকে মাথায় হেলমেট ও গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে নেওয়া হয়। আসা যাওয়ার সময় তিনি মাথা নিচু করে ছিলেন।
সোমবার (১২ মে) দিবাগত রাত প্রায় পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। মমতাজ বেগমের বিরুদ্ধে ঢাকা ও মানিকগঞ্জে একাধিক হত্যা মামলা রয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর গোল চত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সাগর নামে এক আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে মারা যান। অভিযোগ অনুযায়ী, সেদিন বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এতে সাগরের বুকে গুলি লেগে পেছন দিয়ে বের হয়ে যায়। পরের দিন রাত ৩টার দিকে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় নিহত সাগরের মা মোসা. বিউটি আক্তার গত ২৭ নভেম্বর মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনকে আসামি করা হয়, যার মধ্যে মমতাজ বেগম ৪৯নং এজাহারনামীয় আসামি।