শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের অসাধারণ সেঞ্চুরিতে লিটন দাসের দল ২৭ রানে হারিয়েছে স্বাগতিকদের।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে তোলে। ইনিংসের মূল নায়ক ছিলেন পারভেজ হোসেন ইমন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে তিনি করেন ৫৪ বলে ১০০ রান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন তাওহিদ হৃদয়।
১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিল আরব আমিরাত। উদ্বোধনী জুটিতে ৩.৫ ওভার, তথা ২৩ বলেই ৪০ রান তুলে ফেলে তারা। তবে, এই জুটি ভেঙে দেন হাসান মাহমুদ। ৯ বলে ৯ রান করে আউট হয়ে যান মোহাম্মদ জোহাইব। পরের ওভারেই মাত্র ১ রান করে মোস্তাফিজুর রহমানের বলে আউট হন আলিশান শরাফু।
এরপর অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ও রাহুল চোপড়া মিলে তৃতীয় উইকেটে ৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তবে, হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর ৩৯ বলে ৫৪ রান করে তানজিম হাসান সাকিবের বলে আউট হন ওয়াসিম। রাহুল চোপড়া করেন ২২ বলে ৩৫ রান। আসিফ খানও ঝড় তোলার চেষ্টা করেন, কিন্তু ২১ বলে ৪২ রান করেই ফিরে যান।
শেষ পর্যন্ত, আরব আমিরাতের ব্যাটারদের পক্ষে ১৯২ রান করা অনেক কঠিন হয়ে পড়ে এবং তারা নির্ধারিত ২০ ওভারে লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়।