1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

তাপপ্রবাহের বিদায়, বৃষ্টি বাড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫

মে মাস বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ গরমের মাস হলেও এবার মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ছিল। টানা ১১ দিন ধরে চলা এই তাপপ্রবাহ ১৭ মে থেকে শেষ হয়েছে।

রোববার (১৮ মে) দেশের কোথাও তাপপ্রবাহ বয়ে যায়নি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, গত দুদিন ধরে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। রোববারও বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ১২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাঙ্গামাটিতে, আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে।

তিনি আরও বলেন, “এ মাসের বাকি দিনে তাপপ্রবাহের সম্ভাবনা কম। তবে তাপপ্রবাহ হলেও তা কয়েকটি জেলায় সীমিত থাকবে এবং সর্বোচ্চ ২ থেকে ৩ দিন স্থায়ী হতে পারে। এছাড়া মাসের বাকি সময় বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও গরম দুটোই থাকবে। যদিও তাপমাত্রা কমবে, তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট