1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সাত মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সাতজন মাওবাদী নিহত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) অন্ধ্রপ্রদেশ পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। আল্লুরি সীতারামারাজু জেলায় গত ২৪ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় ‘এনকাউন্টার’।

নিহতদের মধ্যে সিপিআই (মাওবাদী) শীর্ষ নেতা টেক শঙ্কর

অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ইন্টেলিজেন্স) মহেশ চন্দ্র লাড্ডা বার্তা সংস্থা পিটিআইকে জানান, নিহত সাতজনের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। এদের মধ্যে মেট্টুরি জোগা রাও ওরফে টেক শঙ্কর রয়েছেন।

টেক শঙ্কর সিপিআই (মাওবাদী) অন্ধ্র–ওড়িশা সীমান্ত অঞ্চলের দায়িত্বে ছিলেন। তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এবং সংগঠনের কারিগরি কর্মকাণ্ড পরিচালনা করতেন।

এর আগেও এনকাউন্টার, নিহত আরও এক শীর্ষ নেতা

পুলিশ জানায়, এর আগে মঙ্গলবার ভোর ৬টা থেকে ৭টার মধ্যে একই জেলার মারেদুমিলি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে আরেক দফা সংঘর্ষ হয়। ওই ঘটনায় শীর্ষ মাওবাদী নেতা মাদভি হিদমা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেন মহেশ চন্দ্র লাড্ডা।

পুনর্বাসনের আহ্বান ছত্তিশগড় সরকারের

এদিকে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা মাওবাদীদের অস্ত্র ত্যাগ করে মূলস্রোতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক তল্লাশি অভিযান চলছে এবং এর ফলও পাওয়া যাচ্ছে। যারা আত্মসমর্পণ করে পুনর্বাসন চাইবেন, তাদের জন্য সরকার মর্যাদাপূর্ণ পুনর্বাসনের ব্যবস্থা করতে প্রস্তুত।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!