1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

ঈদুল আজহা সামনে রেখে রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, মে মাসে এসেছে ২৯৭ কোটি ডলার

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫

ঈদুল আজহা সামনে রেখে দেশে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৯৭ কোটি মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।

বর্তমান ডলারের বিনিময় হার (১২৩ টাকা) অনুযায়ী, এই অঙ্ক বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ হাজার ৫৩১ কোটি টাকার বেশি। গত বছরের মে মাসে পাঠানো রেমিট্যান্স ছিল ২২৫ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩২ শতাংশ।

এর আগে চলতি বছরের মার্চ মাসে, ঈদুল ফিতর উপলক্ষে, রেমিট্যান্সে সর্বোচ্চ রেকর্ড হয়েছিল—৩২৯ কোটি ৫৬ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু কেনা, নতুন পোশাক, উপহার ও অন্যান্য পারিবারিক ব্যয়ের জন্য প্রবাসীরা স্বজনদের কাছে বেশি অর্থ পাঠান। ফলে প্রতি বছর কোরবানির ঈদের আগে রেমিট্যান্স প্রবাহে গতি আসে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয় শুধু পরিবারের খরচেই সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঈদের সময় গ্রামীণ অর্থনীতি চাঙা হয়, ব্যবসা-বাণিজ্যে গতি আসে এবং সামগ্রিকভাবে অভ্যন্তরীণ ভোগব্যয়ে নতুন সঞ্চালন সৃষ্টি হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!