1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

কোতয়ালীতে সাঁড়াশি অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ১৫

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫

রাজধানীর কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর কোতয়ালী থানা পুলিশ।

রবিবার (১ জুন ২০২৫) দিনভর পরিচালিত এ অভিযানে কোতয়ালী এলাকার অপরাধপ্রবণ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. আমানুল্লাহ ওরফে আমান (৬০),
২. মো. শাকিল উদ্দিন (৩০),
৩. মো. মুন্না মিয়া (২৯),
৪. মো. গাজী ইয়ামিন (৪৫),
৫. আপন (৩২),
৬. রবিউল (২৮),
৭. মাসুম পারভেজ (৪০),
৮. মো. সাখাওয়াত হোসেন ওরফে শুভ আহমেদ (৩০),
৯. মো. তায়েব (২১),
১০. মো. আমিন বেপারী (২০),
১১. শান্ত (১৯),
১২. মো. নুরুল ইসলাম ওরফে কাদির (৫৫),
১৩. মো. রায়হান ফেরদৌস রনি (৪২),
১৪. মো. রাশেদুল আলম (৪৮) এবং
১৫. মো. নিজাম উদ্দিন (৪০)।

কোতয়ালী থানা সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত অপরাধীরা। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!