1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

ঈদুল আজহায় ঝড়-বৃষ্টির শঙ্কা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

সারা দেশে গত কয়েক দিন ধরে থেমে থেমে ঝড়-বৃষ্টি হচ্ছে, যা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় আসন্ন ঈদুল আজহার দিন বজ্রবৃষ্টির আশঙ্কায় উদ্বিগ্ন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (৫ জুন) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, ঈদের দিন শনিবার (৭ জুন) চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলোতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, ঈদের আগের দিন শুক্রবার (৬ জুন) দেশের আটটি বিভাগেই বিক্ষিপ্তভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়বে।

রোববার (৮ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি অঞ্চলগুলোর আবহাওয়া শুষ্ক থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!