1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

ওয়ানডে অধিনায়ক হচ্ছেন মেহেদী হাসান মিরাজ, নেতৃত্ব ছাড়লেন শান্ত

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

বাংলাদেশ ক্রিকেটে টেস্ট ও টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে দলেও পরিবর্তন এসেছে নেতৃত্বে। অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বুধবার (১৩ জুন) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিরাজকে ওয়ানডে অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেয়। বোর্ড জানিয়েছে, আগামী ১২ মাসের জন্য (এক বছর) মিরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে।

২৭ বছর বয়সী এই অলরাউন্ডার নেতৃত্ব দেবেন আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। এর আগে শান্ত অনুপস্থিত থাকায় ৪টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ।

মিরাজকে অধিনায়ক করার পেছনের কারণ ব্যাখ্যা করে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, “ব্যাটিং ও বোলিংয়ে ধারাবাহিক পারফরম্যান্স, লড়াইয়ের মানসিকতা, দলকে অনুপ্রাণিত করার সক্ষমতা এবং মাঠে তার প্রাণবন্ত উপস্থিতি—এসব কিছু বিবেচনায় নিয়েই আমরা মিরাজকে ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছি। আমরা বিশ্বাস করি, এই ফরম্যাটে নিজের মেজাজ ও পরিপক্ক নেতৃত্ব দিয়ে সে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।”

এই পরিবর্তনের মধ্য দিয়ে তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে প্রবেশ করল বাংলাদেশ দল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট