1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

এক মাসের মধ্যে গুমবিষয়ক আইন ও কমিশন গঠনের ঘোষণা ড. আসিফ নজরুলের

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫

আগামী এক মাসের মধ্যে গুম সংক্রান্ত একটি আইন এবং তার আওতায় একটি শক্তিশালী গুমবিষয়ক কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (১৬ জুন) সচিবালয়ে জাতিসংঘের বলপ্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

আইন পাসের পর পরবর্তী সরকার সেটি বাতিল করতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, “বিএনপি, জামায়াত, এনসিপি বা যে সরকারই আসুক না কেন—তারা সবাই গুমের শিকার। তারা সবাই এ বিষয়ে সোচ্চার ছিলেন। বিশেষ করে বিএনপি-জামায়াত সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছেন।”

তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ঘটনাগুলো ঘটানো হয়েছে বলে আমাদের বিশ্বাস। সে কারণেই তারা জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি, এমনকি তাদের পাঠানো চিঠিরও কোনো উত্তর দেয়নি। অথচ ওই ওয়ার্কিং গ্রুপ ১২ বছর আগে থেকেই বাংলাদেশে আসতে আগ্রহী ছিল।”

উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, নতুন আইন ও কমিশনের মাধ্যমে গুমের ঘটনার বিচার নিশ্চিত করা সম্ভব হবে এবং এ বিষয়ে আন্তর্জাতিক মহলের আস্থা অর্জন করবে বাংলাদেশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!