1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

শান্তর জোড়া সেঞ্চুরিতে প্রথম টেস্টে লড়াকু ড্র বাংলাদেশের

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫

গলেতে অনুষ্ঠিত বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়েছে। শনিবার পঞ্চম দিনের শেষ সেশনে খেলা বাকি ছিল মাত্র পাঁচ ওভার। বাংলাদেশের জয়ের জন্য তখন প্রয়োজন ছিল ছয়টি উইকেট। কিন্তু ফলাফল আর নির্ধারণ না হওয়ায় ম্যাচ ড্র মেনে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। এরপর দুই দলের ক্রিকেটাররা করমর্দন করে মাঠ ত্যাগ করেন।

যদিও ম্যাচ ড্র হয়েছে, তবুও প্রথম টেস্টে ভালো দাপট দেখিয়েছে বাংলাদেশ। দুই ইনিংসেই সেঞ্চুরি করে আলো ছড়িয়েছেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৮ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২৫ রান করেন তিনি। শান্তর দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরিতে ভর করেই শ্রীলঙ্কার সামনে ২৯৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ।

জবাবে ব্যাটিংয়ে নেমে আগ্রাসী শুরু করেন লঙ্কান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। উদ্বোধনী জুটিতে ৩২ রান তুলেন তারা। এরপর প্রথম আঘাত হানেন তাইজুল ইসলাম, ১৩ বলে ৯ রান করা উদারাকে ফিরিয়ে দেন তিনি। পরের ওভারেই নাইম হাসান শিকার করেন দ্বিতীয় উইকেটটি—২৫ বলে ২৪ রান করা নিশাঙ্কাকে আউট করেন তিনি।

পরবর্তী ব্যাটসম্যানরা দীনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুস মিলে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করলেও, দ্রুতই দুজনকেই ফিরিয়ে দেন তাইজুল। ম্যাথুস ও চান্দিমাল দুজনই করেন আট রান।

শেষ দিকে কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা মিলে আর কোনো বিপদ হতে দেননি। শেষ পর্যন্ত ৩২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭২ রান তোলে শ্রীলঙ্কা। কামিন্দু ও ধনাঞ্জয়া দুজনেই ১২ রানে অপরাজিত থাকেন। ম্যাচটি ড্র হলেও শান্তর ব্যাটিং পারফরম্যান্সে বাংলাদেশ দলে খুশির আমেজ ছড়ায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট