1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন

যে প্রক্রিয়ায় একীভূত করা হচ্ছে ৫টি ইসলামী ব্যাংক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫

বাংলাদেশের পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে ইতোমধ্যেই এসব ব্যাংকে ফরেনসিক অডিটের মাধ্যমে সম্পদের গুণগত মান যাচাই (অ্যাসেট কোয়ালিটি রিভিউ বা একিউআর) সম্পন্ন করা হয়েছে।

সম্প্রতি এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক একীভূতকরণের প্রাথমিক পর্যায়ের রোডম্যাপ ঘোষণা করেছে। এই সিদ্ধান্তে ব্যাংকগুলোর গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও আশঙ্কা দেখা দিয়েছে।

একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংক হলো:
১. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
২. গ্লোবাল ইসলামী ব্যাংক
৩. ইউনিয়ন ব্যাংক
৪. সোশ্যাল ইসলামী ব্যাংক
৫. এক্সিম ব্যাংক

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বাংলাদেশ ব্যাংক এই পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনায় পরিবর্তন আনে। এক্সিম ব্যাংক ব্যতীত বাকি চার ব্যাংকে স্বতন্ত্র পরিচালকদের নিয়োগ দেওয়া হয়।

বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে এই ব্যাংকগুলোর সম্পদের মান নিরীক্ষা সম্পন্ন হয়েছে। নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে ব্যাংকগুলোর কাছে আপত্তি জানানোর সুযোগ দেওয়া হবে। যেসব ব্যাংক নিজেকে আর্থিকভাবে ‘সবল’ প্রমাণ করতে পারবে, তারা চাইলে তালিকা থেকে বাদ পড়তে পারবে। অন্যথায় ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু হবে।

এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে ‘ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, ২০২৫’-এর আওতায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!