1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

জাতীয় পার্টিতে ফের ভাঙন, ২৮ জুন কাউন্সিলকে ঘিরে উত্তেজনা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫

জাতীয় পার্টি (জাপা) ফের ভাঙনের মুখে। গঠনতন্ত্রের ২০(ক) ধারা নিয়ে বিরোধের জেরে দলের একাংশ ২৮ জুন আলাদা কাউন্সিলের ঘোষণা দিয়েছে। বিদ্রোহী অংশের নেতৃত্বে রয়েছেন কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তাদের দাবি, গণতন্ত্রবিরোধী ধারা সংশোধনের আহ্বান উপেক্ষিত হওয়ায় তারা এ উদ্যোগ নিয়েছেন। অন্যদিকে জিএম কাদেরপন্থিদের অভিযোগ, এই বিভক্তির পেছনে রয়েছে সরকারের ইন্ধন ও প্রশাসনিক বাধা।

জানা গেছে, বিদ্রোহীরা রওশন এরশাদসহ জাপার ভাঙন থেকে জন্ম নেওয়া অন্যান্য অংশকে একত্র করে বৃহত্তর ঐক্যের চেষ্টা করছে। কাকরাইল কার্যালয়ের সামনে সম্মেলনের প্রস্তুতিও চলছে।

তবে কাদেরপন্থিরা বলছে, নির্ধারিত ভেন্যু বাতিল হওয়ায় সম্মেলন স্থগিত করা হয়েছে, যা বিদ্রোহীদের কাছে গ্রহণযোগ্য নয়।

বর্তমানে ‘জাতীয় পার্টি’ নামে সাতটি অংশ সক্রিয়, যার তিনটির নেতৃত্বে রয়েছেন এরশাদের স্বজনরা। বিশ্লেষকদের মতে, ২৮ জুনের কাউন্সিলের মাধ্যমে দলটি হয় নেতৃত্বে পরিবর্তন দেখবে, না হয় আরও একটি জাপা অংশ আত্মপ্রকাশ করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!