1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

গত তিন জাতীয় নির্বাচন তদন্তে অন্তর্বর্তী সরকারের কমিটি গঠন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ওঠা অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনের ভূমিকা সংক্রান্ত অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে সভাপতি করে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন— সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ড. মাহফুজুল হক সুপণ, ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশ্লেষক ড. মো. আব্দুল আলীম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ওই তিনটি নির্বাচন নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা রয়েছে এবং ভোটাধিকার খর্ব করে ক্ষমতায় আসার অভিযোগও উঠেছে। এতে সংবিধান, গণতন্ত্র ও মানবাধিকারের লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করা হয়।

কমিটির উদ্দেশ্য— বিগত নির্বাচনগুলোর অনিয়ম তদন্ত এবং ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সুপারিশ প্রণয়ন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!