1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

ভারতের স্থলবন্দরে বাংলাদেশি পণ্য আমদানিতে নতুন নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫

ভারত নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বোনা কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ-ভারত সীমান্তের স্থলবন্দর ব্যবহার করে এসব পণ্য আর আমদানি করা যাবে না। নির্দিষ্টভাবে বলা হয়েছে, শুধু মহারাষ্ট্রের নহভা শেভা সমুদ্রবন্দর দিয়েই এসব পণ্য ভারত আমদানি করবে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা, পাটের একক সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড় এবং অন্যান্য পাটজাত পণ্য।

তবে বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে পাঠানো পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। কিন্তু এসব পণ্য পুনরায় রপ্তানি করার অনুমতি থাকবে না।

এর আগে, চলতি বছরের মে মাসে ভারত স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতেও নিষেধাজ্ঞা দিয়েছিল। তখনও পোশাক পণ্য শুধুমাত্র নহভা শেভা এবং কলকাতা বন্দর দিয়ে আমদানির সুযোগ দেওয়া হয়। উল্লেখ্য, বাংলাদেশ প্রতিবছর ভারতে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে। ভারতের এই নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের রপ্তানি খাতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!