1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

মগবাজারের হোটেল থেকে দম্পতি ও ছেলের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫

রাজধানীর মগবাজারের একটি হোটেল থেকে এক দম্পতি ও তাদের ১৭ বছরের ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- লক্ষ্মীপুরের বাসিন্দা মনির হোসেন, তার স্ত্রী স্বপ্না ও তাদের ছেলে আরাফাত হোসেন নাইম।

রোববার (২৯ জুন) সকালে মগবাজারের হোটেল সুইটস লিপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক। তিনি জানান, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং কেউ তাদের কাছে এসেছিল কি না তা যাচাই করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মীর আসাদুজ্জামান জানান, তিনটি মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, খাদ্যে বিষক্রিয়ার ফলে তাদের মৃত্যু হতে পারে।

পুলিশ আরও জানায়, মনির হোসেন তার ছেলের চিকিৎসার জন্য শনিবার বিকেলে হোটেলটিতে ওঠেন। রোববার সকালে এক আত্মীয় হোটেলে এসে মনিরের স্ত্রীকে অসুস্থ অবস্থায় পান। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর মনির অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তাদের ছেলে আরাফাত হোসেন নাইমকেও মৃত অবস্থায় পাওয়া যায়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট