1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের উড়ন্ত সূচনা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫

নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। মিয়ানমারের ইয়াঙ্গুনে অনুষ্ঠিত সি গ্রুপের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে টাইগ্রেসরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় লাল-সবুজের মেয়েরা। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে বড় জয় নিশ্চিত করে তারা।

ম্যাচের ১০ মিনিটে লম্বা পাস থেকে বল পেয়ে ফরোয়ার্ড শামসুন্নাহার বাহরাইনের গোলরক্ষককে বোকা বানিয়ে মাথার উপর দিয়ে বল জালে পাঠান। এরপর ১৫ মিনিটে দুর্দান্ত এক কোনাকুনি শটে দ্বিতীয় গোলটি করেন আরেক ফরোয়ার্ড।

৪২ মিনিটে কর্নার কিক থেকে গোল করেন কোহাতি কিসকু। ইনজুরি টাইমে তহুরা খাতুন তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে প্রথমার্ধেই স্কোরলাইন নিয়ে যান ৫-০তে।

দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে শামসুন্নাহার তার দ্বিতীয় গোল করেন। এরপর ৭৫ মিনিটে মুনকি দলের হয়ে সপ্তম গোলটি করেন।

র‍্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইন (র‍্যাংকিং ৯২) মাঠে ছিল প্রায় নিষ্ক্রিয়। বল পজিশন, আক্রমণ এবং খেলায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের।

সি গ্রুপে স্বাগতিক মিয়ানমার একই দিনে ৮-০ গোলে হারিয়েছে তুর্কমেনিস্তানকে। ফলে আগামী ২ জুলাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়নের নির্ধারক হয়ে উঠবে। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে কারা খেলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!