রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ হত্যাকাণ্ডে ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (৩০ জুন) মামলার শুনানিতে ট্রাইব্যুনালের তিন সদস্যের বিচারিক বেঞ্চ এ আদেশ দেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হাসিবুর রশীদ এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান।
শুনানিতে প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম আদালতের সামনে ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। আলোচনার পর আদালত ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এদিকে, ইতোমধ্যে আটক থাকা চার আসামিকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। তারা হলেন—পুলিশ সদস্য আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগের সাবেক নেতা ইমরান চৌধুরী।
২০১৫ সালের ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কারের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের সময় রংপুরের পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
সামাজিক মাধ্যমে নিরস্ত্র আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই হত্যাকাণ্ড কোটা সংস্কার আন্দোলনকে আরও বেগবান করে। আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান।