1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ: সরকারি হাসপাতালে ৫০, বেসরকারিতে সর্বোচ্চ ৩০০ টাকা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

স্বাস্থ্য অধিদপ্তর দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষার সর্বোচ্চ ফি নির্ধারণ করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি হাসপাতালে ডেঙ্গুর প্রধান তিনটি পরীক্ষা—এনএসওয়ান, আইজিজি ও আইজিএম—করাতে ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। একই পরীক্ষা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ ৩০০ টাকায় করা যাবে।

সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক অফিসিয়াল নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, এই ফি কাঠামো আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে। দেশের সব সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এছাড়া, সম্পূর্ণ রক্ত গণনার (সিবিসি) পরীক্ষার সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এর আগে ২০২৫ সালের ১৪ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই মূল্য নির্ধারণ করা হয়েছিল, যা এবার সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর রাখা হলো। এই সিদ্ধান্তের ফলে সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা আগের ১০০ টাকার পরিবর্তে অর্ধেক মূল্যে করানো যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!