1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

পূর্বধলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আলোচনায় শহীদুল্লাহ ইমরান

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে (১৮ জুলাই শুক্রবার ২০২৫ ইং)পূর্বধলা সদর ইউনিয়নের উপজেলা সাব রেজিস্টার অফিস প্রাঙ্গনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি ও নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,১৬১ নেত্রকোণা-৫ সংসদীয় আসনের আগামী নির্বাচনে ধানের শীর্ষের মনোনয়ন প্রার্থী পূর্বধলা উপজেলার গণ-মানুষের ডায়নামিক নেতা এ এস এম শহীদুল্লাহ ইমরান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৭ বছর বি এন পি স্বেরাচার সরকারের বিরোদ্ধে আন্দোলন সংগ্রাম করে ছাত্র জনতা নিয়ে স্বেরাচারকে বিদায় করেছে।
অথচ কিছু দলের লোক বি এন পির আন্দোলন সংগ্রামকে অস্বীকার করে
দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে পি আর পদ্ধতির নির্বাচন চায়। এদেশের মানুষ এই পদ্ধতি জানে না মেনে ও নিবে না।

তিনি বলেন,তারেক রহমানের ৩১ দফা সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বি এন পি পূর্বেও ঐক্যবদ্ধ ছিলে ভবিষ্যতেও আছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপি’র সদস্য আহম্মদ আলী সরকার,এম এ মান্নান,আলহাজ্ব হাজী আবদুল গণি।

আরো উপস্থিত ছিলেন আজিমদ্দিন তালুকদার,আরশাদ,শেখ আবদুর রাশিদ ,সাজ্জাদ হোসেন তালুকদার সাচ্ছা, মোঃ গোলজার হোসেন, ডাঃ লতিফুর রহমান,ডাঃ আজিজ , নাজমুল হুদা ফিরোজ, সাইদুল ইসলাম বাবুল,ফিরোজ তালুকদার, আবদুল জলিল, আব্দুল মালেক , আব্দুল জলিল, খোরশেদ আলম , আব্দুর রেজ্জাক,মান্নান ,রুকোন মিয়া, মোফাজ্জল হোসেন লিটন , মাজাহারুল ,আব্দুর রাশিদ, আসাদুজ্জান ডানো, আনোয়ার হোসেন, সায়েদুল,জুয়েল ফকির , সোহাাগ , সুমন, জাহাঙ্গীর আলম মানিক, মাজাহারুল আলম মাজু,
সরকার ,আতাউর,লিটন ,শাজাহান মিয়া , নয়ন মিয়া , নয়ন মিয়া , মোবারক হোসেন ,মতিউর রহমান ,শহিদুল ইসলাম, সোহাগ সরকার জুয়েল ফকির ,দেলোয়ার হোসেন , উজ্জ্বল মিয়া, রতন সরকার,জসিম উদ্দিন ,বাদশা ,ছোট্টু, রাসেল মিয়া,রিপন
মাহমুদ ,বাবুল ,আনিসুজ্জামান আনিস, জাহাঙ্গীর আলম ,জাহিদ হাসান , নাজমুল হাসান আকাশ , ইঞ্জিনিয়ার রুকন, মিমন,সায়েম জহুর মিয়া ,খায়রুজ্জামান খায়রুল , আনোয়ার, সোহেল মিয়া আজাহারুল, ইসলাম সজীব ,আল আমিন , হারুন ,আনোয়ার , সবুজ , সাইদুল ,বাবু , মোজাম্মেল মিয়া, স্বাধীন,জয় , রাফিন , রাকিব ,শামীম তালুকদার , জামাল ,জামাল , মিজান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!