1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে ফ্রি ইংরেজি শেখার কার্যক্রম চালু

মাহিদুল ইসলাম হিমেল, নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে ইংরেজি শিক্ষার মান উন্নয়নে বিশেষ সহায়তা প্রদান করেন ম্যানেজিং কমিটির সন্মানিত সভাপতি মুহাম্মদ সাইফুল হক শামীম।

এছাড়াও ফ্রি ইংরেজি শেখার কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন। ইংরেজি শিক্ষক সুধির চন্দ্র দাস এবং আশীষ চন্দ্র দাস।

তিনমাস ব্যাপী ফ্রি ইংরেজি শেখার কার্যক্রমে শিখানো হবে একাডেমিক ইংলিশ, গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং এবং প্রেজেন্টিশান।

প্রতি সপ্তাহে শুক্রবার এবং শনিবার সকাল ১১টায় উক্ত ফ্রি ক্লাস অনুষ্ঠিত হবে। ফ্রি ইংরেজি শেখার কার্যক্রমে ক্লাস পরিচালনা করবেন মন্জু স্যার, আজাদ স্যার, এবং ইলিয়াস স্যার।

ফ্রি ইংরেজি শেখার কার্যক্রমে বোয়ালিয়া স্কুলের শিক্ষার্থীরা ইংরেজিতে ভয় ভীতি কাটিয়ে দক্ষ হয়ে উঠবে। আব্দুল হাই ভূঁইয়া ল্যাংগুয়েজ ক্লাব এর পৃষ্ঠপোষকতায় এবং হাতিয়া ল্যাংগুয়েজ ক্লাব এর সার্বিক সহযোগিতায় তিনমাস ব্যাপী ফ্রি ইংরেজি শেখার কার্যক্রমের উদ্দ্যেগ নেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!