বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে মেঘনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন ও পৌরসভার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
জোয়ারের অতিরিক্ত পানিতে মেঘনা পাড়ের অনেক এলাকায় রাস্তাঘাট, বসতঘর, আঙিনা, রান্নাঘর ও মাছের ঘের তলিয়ে গেছে। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানি জমে রয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার বহু মানুষ।
ভবানীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় রান্নার চুলা জ্বালানোও সম্ভব হচ্ছে না। ফলে দুর্যোগকবলিত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।