1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

সোনাগাজীতে অস্বাভাবিক জোয়ার ও বৃষ্টিতে ১০ গ্রাম প্লাবিত, কৃষিজমি ও ঘের হুমকিতে

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে ফেনীর সোনাগাজী উপজেলার অন্তত ১০টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। ছোট ফেনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে তীরবর্তী সায়েদপুর, চর ইঞ্জুমান, মাদরাসাপাড়া, আমতলী, ইতালি মার্কেট, রহমতপুর, তেল্লার ঘাট, কাজীরহাটসহ একাধিক গ্রামে ঢুকে পড়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে সরেজমিনে এসব এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে দেখা গেছে। নদীর স্বাভাবিক উচ্চতার চেয়ে অনেক বেশি পানি প্রবাহিত হওয়ায় ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘের ও সড়ক প্লাবিত হয়েছে।

স্থানীয় বাসিন্দা ডন চৌধুরী জানান, “মুছাপুর রেগুলেটর না থাকায় প্রতিদিনই জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ছে। তবে শনিবারের জোয়ার ছিল অস্বাভাবিক। ঘরবাড়ি, জমি, ঘের—সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি টেকসই রেগুলেটর নির্মাণ না হলে ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয় অনিবার্য।”

আরেক বাসিন্দা মোহাম্মদ মোস্তফা বলেন, “রেগুলেটর ভেঙে যাওয়ার পর থেকে অনিশ্চয়তার মধ্যে বসবাস করছি। বারবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকর পদক্ষেপ নেইনি প্রশাসন।”

জোয়ারের লবণাক্ত পানিতে চরাঞ্চলের প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর কৃষিজমি ও মৎস্য ঘের হুমকিতে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কৃষক মোস্তাফা হোসেন জানান, “প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ায় অনেকে এখন আর চাষাবাদে আগ্রহ দেখাচ্ছেন না। জমি ফাঁকা রেখেছেন অনেকে। বিনিয়োগ করলে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি।”

সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহমেদ সোহাগ জানান, “চরদরবেশ, চরচান্দিয়া, বগাদানা ও চরমজলিশপুর এলাকার কৃষিজমি প্লাবিত হয়েছে। এসব অঞ্চলের কৃষকদের আপাতত চাষাবাদ থেকে বিরত থেকে উঁচু জমিতে ফসল চাষের পরামর্শ দেওয়া হচ্ছে।”

এদিকে ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ৬৪ দশমিক ৪ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে রোববারও মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (পুর) মো. আবু মুসা রকি জানান, প্লাবিত এলাকাগুলোর পানির উচ্চতা ৫ দশমিক ১৪৬ মিটার রেকর্ড করা হয়েছে। রেগুলেটর না থাকায় সাগরের পানি সরাসরি নদী ও খালের মাধ্যমে লোকালয়ে প্রবেশ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!