1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১২:০২ অপরাহ্ন

আমীরে জামায়াতের বাইপাস সার্জারি সফল, অবস্থাও স্থিতিশীল

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং নিবিড় পর্যবেক্ষণে আছেন।

শনিবার (২ আগস্ট) অস্ত্রোপচার শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির। তিনি জানান, ডা. শফিকুর রহমানের দুইটি ধমনিতে ৪টি বাইপাস করা হয়েছে। এ সিদ্ধান্ত দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা বাড়াবে বলে মনে করেন তিনি।

জামায়াত নেতারা সার্জারির সফলতায় আল্লাহ ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

গত ১৯ জুলাই জাতীয় সমাবেশে অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় হার্টে ৫টি ব্লক ধরা পড়ে। এর মধ্যে ৩টি গুরুতর ছিল। যদিও চিকিৎসা বোর্ড বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছিল, তিনি নিজেই দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!