1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

নির্বাচন পর্যন্ত চলবে বিশেষ অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত দেশে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৪ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে, সেগুলো উদ্ধার করতে হবে। তাই নির্বাচনের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।”

৫ আগস্ট ঘিরে জনমনে আতঙ্ক রয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “৩ আগস্টকে কেন্দ্র করেও আতঙ্ক ছিল। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। সরকার যখন ক্ষমতা নেয়, তখনকার তুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো।”

তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হলেও কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। তবে উন্নতি হয়েছে কি না, সেটা আপনারাই ভালো বলতে পারবেন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!