1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

সিন্ধু পানিচুক্তি ইস্যুতে পাকিস্তানকে কঠোর বার্তা মোদির

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

সিন্ধু পানিচুক্তি স্থগিতের সিদ্ধান্তের পর পাকিস্তানের পারমাণবিক হুমকির জবাবে ইসলামাবাদকে কঠোর বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৫ আগস্ট) ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে দেওয়া ভাষণে তিনি বলেন, “ভারত পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না।”

মোদি এদিন ঘোষণা দেন, ভারত সিন্ধু পানিচুক্তিতে আর সম্মত নয়। ১৯৬০ সালে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে সিন্ধু নদী ব্যবস্থার পানি বণ্টনের প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছিল। তবে গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পর ভারত এই চুক্তি স্থগিতের ঘোষণা দেয়।

প্রধানমন্ত্রী মোদি বলেন, “পানি এবং রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না।” ভারতের “অধিকারভুক্ত পানি” পাকিস্তানের সঙ্গে ভাগাভাগির বিরোধিতা করে তিনি আরও জানান, সিন্ধু পানিচুক্তি ভারতের জনগণের প্রতি অবিচার ছিল। দেশের নদীগুলো শত্রু রাষ্ট্রকে সেচ দিচ্ছিল, অথচ ভারতীয় কৃষকরা পানি থেকে বঞ্চিত হচ্ছিলেন। এখন ভারতের পানির অংশ কেবল ভারত এবং তার কৃষকদের জন্যই ব্যবহৃত হবে।

তিনি স্পষ্ট করে বলেন, কৃষকের স্বার্থ এবং জাতীয় স্বার্থের সঙ্গে আপস ভারত মেনে নেবে না।

এছাড়া, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাম্প্রতিক ‘মিসাইল হামলার’ হুমকিরও জবাব দেন মোদি, যা তার ভাষণে দৃঢ় অবস্থানকে আরও স্পষ্ট করে তোলে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!