প্রায় এক দশকের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে টালিউড সিনেমা ‘ধূমকেতু’। গতকাল ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে এসেছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত এই বহুল আলোচিত ছবি। মুক্তির আগেই শুরু হয়েছে টিকিটের অগ্রিম বুকিং, যা ইতিমধ্যেই কলকাতায় ‘ওয়ার ২’ ও ‘কুলি’র মতো ছবিকেও ছাড়িয়ে গেছে।
টিকিটের বিপুল চাহিদায় শো টাইম বাড়াতে বাধ্য হচ্ছেন হল মালিকরা। এমনকি সকাল ৭টার শো চালু করেও প্রথম দিনেই ‘হাউজফুল’ হওয়ার মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে ‘ধূমকেতু’। বিশেষ করে কলকাতার সাউথ সিটি মলের আইনক্সে এই প্রথম কোনো বাংলা সিনেমা সকাল ৭টার শোতে পূর্ণ আসন বিক্রি করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক সৃষ্টি করেছে।
দেব ও শুভশ্রী—টালিউডের এক সময়ের জনপ্রিয় জুটি—প্রায় ১০ বছর পর এই ছবিতে একসঙ্গে ফিরেছেন। ব্যক্তিগত সম্পর্কের উত্থান-পতন পেরিয়ে দীর্ঘ বিরতির পর তাদের একই ফ্রেমে দেখা পাওয়ার বিষয়টি ভক্তদের মধ্যে বাড়িয়েছে ব্যাপক উন্মাদনা। ছবির শুটিং শেষ হলেও নানা জটিলতায় মুক্তি দীর্ঘদিন আটকে ছিল।
সম্প্রতি ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ ইভেন্টে প্রায় এক দশক পর এক মঞ্চে হাজির হন দেব ও শুভশ্রী। তারা নাচেন, আড্ডা দেন এবং অতীতের সব অভিমান ভুলে যান, যা ভক্তদের উত্তেজনাকে আরও উসকে দিয়েছে।
নির্মাতারা জানিয়েছেন, ১৪ আগস্ট কলকাতায় মুক্তির পর ২২ আগস্ট থেকে সারা ভারতের বিভিন্ন প্রান্তে প্রদর্শিত হবে ‘ধূমকেতু’। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড প্রমাণ করছে, ছবিটি বক্স অফিসে বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে।