1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় দুটি মাইক্রোবাসে সংঘবদ্ধ ডাকাতি

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় যানজটে আটকা পড়া দুটি মাইক্রোবাসে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

শুক্রবার ভোরে সরাইলের শাহবাজপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মাইক্রোবাসের এক যাত্রী ও বেসরকারি প্রতিষ্ঠান এমএইচসির প্রতিনিধি রুবেল আরিফ জানান, কয়েক বন্ধু মিলে তারা সিলেটে বেড়াতে যাচ্ছিলেন। রাত আনুমানিক পৌনে ৪টার দিকে যানজটে আটকা পড়লে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল অতর্কিতে তাদের মাইক্রোবাস ও পাশের আরেকটি মাইক্রোবাসে হামলা চালায়।

ডাকাতরা তাদের গাড়ি থেকে নগদ দুই লাখ টাকা, পাঁচটি দামি মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে। পাশাপাশি পাশের মাইক্রোবাস থেকেও লক্ষাধিক টাকা ও তিন-চারটি মোবাইল ফোন নিয়ে যায়। রুবেল আরিফ জানান, ঘটনার কয়েক মিনিট পরই সরাইল থানার একটি পুলিশ টহল দল ঘটনাস্থলে পৌঁছে।

এর আগে, গত বুধবার রাতে মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় বালিবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ায় বৃহস্পতিবার দিনভর প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এর প্রভাব বৃহস্পতিবার রাতেও ওই এলাকায় তীব্র যানজট আকারে অব্যাহত ছিল।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী বলেন, বিশ্বরোড এলাকায় যানজটে ব্যস্ত থাকায় তিনি ডাকাতির খবর পাননি। বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, তারা গোলচত্বর এলাকায় যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন এবং ঘটনাস্থল সরাইল থানার আওতায় হওয়ায় তিনি ডাকাতির তথ্য জানেননি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!