1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

ধসে পড়ল মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি চত্বরের একটি গম্বুজধর্মী কক্ষ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ভারতের রাজধানী দিল্লির নিজামুদ্দিন এলাকায় অবস্থিত মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি চত্বরের একটি গম্বুজধর্মী কক্ষ ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় গণমাধ্যম জানায়, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দমকল বিভাগের পাঁচটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়।

স্থানীয় পুলিশ জানায়, ধসে যাওয়া অংশটি হুমায়ুনের মূল সমাধির সঙ্গে লাগোয়া একটি ধর্মীয় কক্ষ। ছুটির দিন হওয়ায় দুর্ঘটনার সময় সেখানে দর্শনার্থীদের উপস্থিতি তুলনামূলক বেশি ছিল।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাঠামোর বয়সজনিত দুর্বলতার কারণেই ধসের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, হুমায়ুনের সমাধি ভারতের অন্যতম ঐতিহাসিক স্থাপনা এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। মুঘল স্থাপত্যশৈলীর প্রথম দৃষ্টান্ত হিসেবেও এটি বিশেষভাবে সমাদৃত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!