1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

আজ সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

আজ (শনিবার) সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী পালিত হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন।

হিন্দু পুরাণ অনুযায়ী, শ্রীকৃষ্ণ পৃথিবীতে অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলদের অধিকার প্রতিষ্ঠা, দুষ্টদের দমন ও শিষ্টদের লালনের জন্য আবির্ভূত হন। এই তিথিকে কেন্দ্র করে সারা দেশে নানা ধর্মীয় আয়োজন করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, শান্তি ও মানবপ্রেমের বাণী প্রচার করেছেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন।

জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সকাল থেকে গীতাযজ্ঞ, পূজা ও বিভিন্ন আয়োজন চলছে। বিকেল ৩টায় পলাশীর মোড় থেকে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল বের হবে, যা উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধানরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!