1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

চাঁদাবাজদের ঠাঁই হবে না, নির্ধারিত তারিখেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ যদি নির্বাচনমুখী হয়, তাহলে কেউ তা বন্ধ করতে পারবে না। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না।

শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না। যত বড় চাঁদাবাজই হোক, তাকে আইনের আওতায় আনা হবে; কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন। কিছু রাজনৈতিক দলের বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না—এ ধরনের প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখে নির্বাচন হবে। কে কী বললো—এটা শোনার দরকার নেই।”

বাজার পরিস্থিতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রচুর বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম কিছুটা বেড়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসার সঙ্গে সঙ্গে মূল্য বৃদ্ধি পাচ্ছে, তবে কৃষকরা সঠিকভাবে এর সুফল পাচ্ছেন না। বিশেষ করে আলুর পর্যাপ্ত মজুত থাকলেও মধ্যস্বত্বভোগীরা দাম বাড়াচ্ছে, যা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!