1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের আকবর শাহ থানার সিটিগেট এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভোর ৫টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি দল এ কাজে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। ইতিমধ্যে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!