1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার ৪২৫

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৪২৫ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। খবর আল–জাজিরার।

স্থানীয় সময় শনিবার পার্লামেন্ট স্কয়ারে এ বিক্ষোভের আয়োজন করে ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রুপ। সংগঠনটির দাবি, বিক্ষোভে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার একটি ভিডিও এক্সে পোস্ট করে ডিফেন্ড আওয়ার জুরিস জানায়, পুলিশ নির্মমভাবে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়, মাটিতে ফেলে দেয় এবং শুধুমাত্র প্ল্যাকার্ড হাতে থাকার কারণেও গ্রেফতার করে। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি গণহত্যার বিরোধিতা করি, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।’

যুক্তরাজ্যের সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের সময় পুলিশ লাঠিপেটা করে। একজন বিক্ষোভকারীকে গ্রেফতারের পর তার মুখ বেয়ে রক্ত ঝরতে দেখা যায়। এছাড়া পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র বাকবিতণ্ডা হয় এবং তাদের দিকে পানি ও প্লাস্টিকের বোতল নিক্ষেপ করা হয়। ভিড়ের চাপে কয়েকজন বিক্ষোভকারী মাটিতে পড়ে যান।

লন্ডন মহানগর পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে পুলিশের ওপর হামলা এবং নিষিদ্ধঘোষিত সংগঠনের প্রতি সমর্থন প্রদর্শনের অভিযোগও রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!