1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন

‘জেন-জি রেভলিউশন’: নেপালে বিক্ষোভে রক্তপাত, রাজধানীতে কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

সোমবার (৮ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা সংসদ ভবনের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ টিয়ারগ্যাস, রাবার বুলেট ও ওয়াটার ক্যানন ব্যবহার করে। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হন এবং শতাধিক মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীতে কারফিউ জারি করা হয়েছে।

  • বিক্ষোভ শুরুতে শান্তিপূর্ণ হলেও ব্যারিকেড ভেঙে সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ বাধে।

  • পুলিশ লাঠিচার্জের পাশাপাশি গুলি চালায়, এতে অনেকে আহত হন।

  • সিভিল হাসপাতাল, এভারেস্ট হাসপাতাল, ট্রমা সেন্টারসহ বিভিন্ন হাসপাতালে আহতদের নেওয়া হয়।

  • সিভিল হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন চন্দ্র রেজমি জানান, চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। ট্রমা সেন্টারে আরও চারজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

  • গত ৪ সেপ্টেম্বর থেকে নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে।

  • নেপাল সরকার জানিয়েছে, অনিবন্ধিত প্ল্যাটফর্মগুলো ভুয়া আইডি, গুজব, ঘৃণাবাদ এবং সাইবার অপরাধ ছড়াচ্ছে।

  • সরকার এদের নিবন্ধন করার জন্য গত বুধবার পর্যন্ত সময়সীমা দিয়েছিল। নিবন্ধন না হওয়ায় বৃহস্পতিবার টেলিকমিউনিকেশনস অথরিটিকে (এনটিএ) এগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়।

  • সরকারের দাবি, এই পদক্ষেপ সামাজিক সম্প্রীতি ও সাইবার নিরাপত্তার জন্য জরুরি।

  • তরুণ প্রজন্ম সরকারের এ সিদ্ধান্তকে জনগণের কণ্ঠরোধ হিসেবে দেখছে।

  • তারা এই আন্দোলনকে নাম দিয়েছে “জেন-জি রেভলিউশন”

  • সংঘর্ষ ও সহিংসতার পর কাঠমান্ডু জেলা প্রশাসন সংসদ ভবন, প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টের বাসভবনসহ একাধিক উচ্চ নিরাপত্তা এলাকায় কারফিউ জারি করেছে।

  • পরিস্থিতি এখনও উত্তপ্ত, এবং দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!