1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন

কুষ্টিয়া স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—সারভান সরদার (৩৫) ও বায়জীদ সরদার (৪৫), যারা একই গ্রামের বিছার সরদার ও হাসেম সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য নিয়ে বায়জীদ সরদার ও সোহেল মন্ডল গ্রুপের মধ্যে বিরোধ তৈরি হয়। এরপর গভীর রাতে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে সারভান সরদার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় বায়জীদ সরদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ৫ জন আহত হয়েছেন এবং তারা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে সারভান সরদারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, “স্থানীয় আধিপত্য নিয়ে সংঘর্ষে একজন ঘটনাস্থলেই এবং একজন হাসপাতালে নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!