ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের স্বামী-স্ত্রী ও শিশুসন্তান নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে উপজেলার ভাটই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাইলমাড়ী গ্রামের মৃত বাবর আলী মন্ডলের ছেলে মোস্তফা মন্ডল (৪৩), তার স্ত্রী সেলিনা খাতুন (৩৮) ও তাদের আট বছর বয়সী ছেলে মাহিম।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলে করে তিনজনই ভাটই বাজার এলাকায় যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।