
খ্যাতনামা নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এর নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন পূজা চেরি। বেশ কিছুদিন ধরেই কে হবেন সিনেমার নায়িকা—এ নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে চলছিল জল্পনা-কল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শুটিং ক্লাবে আয়োজিত মহরতে।
ঘোষণার মুহূর্তে বিশেষ আয়োজন ছিল দর্শকদের জন্য। পালকিতে করে মঞ্চে হাজির হন পূজা চেরি, আর তাঁকে হাত ধরে নামিয়ে আনেন সিনেমার দুই নায়ক চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। খয়েরি রঙের শাড়িতে সজ্জিত পূজা হাসিমুখে বলেন,
“অনেক কথা সাজিয়ে এনেছিলাম বলার জন্য, কিন্তু মঞ্চে উঠে সব গুলিয়ে ফেলেছি।”
তিনি আরও বলেন,
“‘দম’ সিনেমার টিমকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। চরিত্রটির জন্য আমাকে অডিশন দিতে হয়েছিল, এরপরই চূড়ান্ত করা হয়। ছোটবেলায় চঞ্চল দাদার সঙ্গে কাজ করলেও নিশো ভাইয়ের সঙ্গে এবারই প্রথম কাজ করছি। আশা করছি, সবাই মিলে ভালো একটি কাজ উপহার দিতে পারব।”
‘দম’ সিনেমাটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত একটি সারভাইভাল গল্প। দুই বছর আগে প্রকাশিত সিনেমার পোস্টারে দেখা গিয়েছিল—পাহাড়বেষ্টিত মরুভূমিতে একটি গাধার সামনে হাঁটু গেড়ে বসে থাকা এক ছেলেকে। ধারণা করা হচ্ছে, সিনেমার কাহিনিতে মধ্যপ্রাচ্যে উন্নত জীবনের আশায় প্রবাসীদের সংগ্রাম ফুটে উঠবে।
প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন রেদওয়ান রনি, চঞ্চল চৌধুরী, আফরান নিশো ও পূজা চেরি। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ, আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি।
শুটিংয়ের সম্ভাব্য লোকেশন হিসেবে সৌদি আরব ও জর্ডানের পাশাপাশি কাজাখস্তানের নাম বিবেচনায় আছে। শিগগিরই শুটিং শুরু হবে এবং সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply